আগরতলা, ২৩ এপ্রিল: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে এনএসএম ইউনিট কর্তৃক ক্যাম্পাসের বহুমুখী হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল ১১:০০ টায় আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরটি শুরু হয় এবং এতে শিক্ষার্থী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষা করা যায়। একলব্য ক্যাম্পাসের সহকারী অধ্যাপক (অদ্বৈত বেদান্ত) এবং জনসংযোগ অধিকর্তা ড. পলাশ সাঁতরা স্বাগত বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে, পশ্চিম ত্রিপুরার জেলা কালেক্টর স্ত্রী উত্তম মালসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিলেন। টিএসবিটিদির স্বেচ্ছায় রক্তদান প্রেরণাদাতা শ্রী জয়ন্ত চক্রবর্তী এবং টিএসবিটিসির উপ-পরিচালক ড. শুভাশিদ রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে মেডিকেল টিম এই বিষয়ে তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করেদে। সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সমাজে তাদের মহৎ অবদানের জন্য ছাত্র ও কর্মীদের উৎসাহিত করেছেন। এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবী সেবা এবং সম্প্রদায়ের অংশগ্রহণের মূল্যকে তুলে ধরেছে।
পরিসরের নির্দেশক অধ্যাপক মখলেশ কুমার, অনুষ্ঠানটিকে একটি দুর্দান্ত সাফল্যমণ্ডিত করার জন্য সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, আযোজক দল, চিকিৎসা কর্মী এবং মাত্র স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেদেন। ড. নন্দদুলান মণ্ডল, সহকারী অধ্যাপক (শিক্ষা শাস্ত্র বিভাগ) এবং একলব্য ক্যাম্পাসের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার, পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেছেন।

