১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেবে : প্রধানমন্ত্রী

মধুবনী, ২৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেবে।” বৃহস্পতিবার বিহারের মধুবনীতে এক অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই হামলা কেবল নিরস্ত্র পর্যটকদের উপরই হয়নি; দেশের শত্রুরা ভারতের বিশ্বাসের উপর আক্রমণ করার সাহস করেছে। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তাদের কল্পনার চেয়েও বড় শাস্তি পেতে হবে। এখন সময় এসেছে সন্ত্রাসবাদীদের অবশিষ্ট যতটুকু জমি আছে, তাও ধ্বংস করার।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বিহারের পবিত্র ভূমি থেকে, আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে, তাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। সন্ত্রাসবাদ ভারতের চেতনাকে কখনও ভেঙে ফেলবে না। সন্ত্রাসবাদী শাস্তি পাবেই। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। সমগ্র দেশ এই সংকল্পে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মানবতায় বিশ্বাসী সকলেই আমাদের পাশে আছে। আমি বিভিন্ন দেশের জনগণ এবং এই সময়ে আমাদের পাশে থাকা নেতাদের ধন্যবাদ জানাই।” প্রধানমন্ত্রী বলেছেন, “এই সন্ত্রাসবাদী হামলায় কেউ নিজের ছেলেকে হারিয়েছে, কেউ নিজের ভাইকে হারিয়েছে এবং কেউ নিজের স্ত্রীকে হারিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বাংলায় কথা বলত, কেউ কেউ কন্নড় ভাষায় কথা বলত, কেউ মারাঠি ছিল, কেউ ওড়িয়া ছিল, কেউ কেউ গুজরাটি ছিল, কেউ কেউ বিহারের ছিল। এখন কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত, সেই সমস্ত মানুষের মৃত্যুতে আমাদের শোক এবং ক্রোধ একই।”