গাছের চাপায় আশংকাজনক বৃদ্ধা

আগরতলা, ২৪ এপ্রিল: হালকা কাল বৈশাখি হাওয়ার দাপটে ভেঙে পড়ল একটি পুরনো বটগাছ। গাছের চাপায় আশংকাজনক বৃদ্ধা। আজ দুপুরে সাব্রুমের দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের রায়বুড়া টিলাতে ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার মৃত মনমোহন নাথের স্ত্রী ললিতা নাথ (বয়স আনুমানিক ৭৭) প্রতিদিনের মতই সকালে পুজোর ফুল তুলতে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই ঝড়ের দাপটে একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে তাঁর গায়ের কাছাকাছি।

বৃদ্ধার ওপর গাছের ডাল আছড়ে পড়ে গুরুতর আঘাত লাগে তাঁর শরীরে। ঘটনার দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গেই ছুটে এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় সাব্রুম মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, বৃদ্ধার অবস্থা স্থিতিশীল হলেও বয়সজনিত কারণে তাঁকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু তা কাটার ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর স্থানীয় মহলে ক্ষোভ ছড়িয়েছে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। এই হৃদয়বিদারক ঘটনাটি মনে করিয়ে দেয়, প্রকৃতির রোষ যখন নামে, তখন মানুষের অসহায়তা কতটা প্রকট হয়ে ওঠে।