ঢাকা ও নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলো ঢাকা। এক প্রেস বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে শোকবার্তায় জানানো হয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ নিজস্ব অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা আরও একবার নাড়িয়ে দিয়েছে ভারত তথা সমগ্র বিশ্বকে। ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এই দুঃসময়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন দেশ। বিদেশ থেকে এসেছে শোকবার্তা। আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, নেপাল, ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। সন্ত্রাসের তীব্র নিন্দা করলো বাংলাদেশও।

