নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়লো গাড়ি, মৃত ৬, আহত কমপক্ষে ১২

দামোহ, ২২ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত কমপক্ষে ১২। জানা গেছে, একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাদেব সেতু থেকে ছিটকে পড়ে, ঘটনাস্থলেই ৪ জন মহিলা ও দুজন নাবালিকার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের নওহাটা থানা এলাকার মহাদেব ঘাট সেতু থেকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১২ জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।