নয়াদিল্লি, ২১ (হি.স.): সুখাদ্যাভ্যাসে জোর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দেশবাসীর উদ্দেশ্যে তাঁর আহ্বান, যকৃতের যত্ন নিন। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত লিভার স্বাস্থ্যের সুস্থতা সম্পর্কিত শপথ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, “আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, লিভার ভালো থাকলে, হজমশক্তি ভালো থাকে। লিভার ভালো থাকলে, ডিটক্সিফিকেশন হয় এবং শক্তি সঞ্চয়ও হয়। কিন্তু লিভার ভালো না থাকলে, আমাদের শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এটি হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হতে পারে, এমনকি ক্যান্সারও আমাদের প্রভাবিত করতে পারে। তাই লিভারের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালো খাবার খাওয়া।”
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, “লিভারের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। সঠিক অভ্যাস এবং খাদ্যাভ্যাস-সহ একটি সুস্থ জীবনধারা – লিভারের স্বাস্থ্য বজায় রাখার মূল চাবিকাঠি।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এদিন লিভার স্বাস্থ্য বিষয়ক এক অনুষ্ঠানে, হজম, বিষমুক্তকরণ এবং রোগ প্রতিরোধের জন্য লিভারের যত্নের গুরুত্বের উপর জোর দেন। তিনি দীর্ঘমেয়াদী সুস্থতা এবং সচেতনতার জন্য একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণের মাধ্যমে লিভারের সমস্যাগুলি নিরাময়যোগ্য এবং চাপমুক্ত করার বিষয়টি তুলে ধরেন।

