আগরতলা, ২১ এপ্রিল : রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছে এক বিএসএফ জওয়ান। ওই ঘটনায় করবুক বিধানসভার সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর শারিরীক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রথমে তাঁকে নতুনবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে রহস্যজনকভাবে এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছে। তাঁর বুকের বা দিকে গুলি লেগেছে বলে জানান চিকিৎসক। তার নাম মনি কুন্ডন। সে উদয়পুর মহারানী ব্যাটেলিয়ানে কর্মরত ছিল। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

