আগরতলা, ২০ এপ্রিল : জুয়া বিরোধী অভিযানে জুয়ার সামগ্রী সহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে লেফুঙ্গা থানার পুলিশ। লেফুঙ্গা থানাধীন মাইকর গ্রামের গড়িয়া বাজার এলাকায় গড়িয়া মেলাকে কেন্দ্র করে বসা জুয়ার আসরে লেফুঙ্গা থানার ঝান্ডি-মুন্ডা জুয়া বিরোধী অভিযানে জুয়ার সামগ্রী, নগদ ৩ হাজার টাকা সহ গ্রেফতার করা হয় এক জুয়াড়িকে।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা। এই জুয়া বিরোধী অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান, মাইকর গ্রামের গড়িয়া বাজার এলাকায় গড়িয়া মেলাকে কেন্দ্র করে চলছে ঝান্ডি মুন্ডা জুয়ার আসর।
গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বিরোধী অভিযান চালায় এবং জুয়ার সামগ্রী সহ উত্তম দেব্বর্মা সহ এক জুয়াড়িকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। পাশাপাশি তিনি বলেন, জুয়া খেলার জন্য কোনো অনুমতি থানা দেয় না। আগামীদিনেও মেলাকে কেন্দ্র করে কোনো প্রকার জুয়ার অনুমতি নেই এবং যারা মেলার আয়োজন করে থাকেন তারা যেন কোনো প্রকার জুয়ার আসর বসানো থেকে বিরত থাকেন এই বার্তা দেন ওসি সহদেব দাস।

