শান্তিরবাজার, ১৯ এপ্রিল: সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায়। বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল শান্তির বাজারবাসী ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল থেকে শান্তির বাজারে শহর এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল গ্রাহক। সারাদিন থেকে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন শান্তির বাজার শহর।শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।বিদ্যুৎ দপ্তর শীত ঘুমে আচ্ছন্ন। বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিরাশা জনক বলে অভিমত ব্যক্ত করেছেন ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।

