বিশালগড়, ১৯ এপ্রিল: বৃষ্টির জল নিয়ে সামান্য বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিলো চড়িলাম আড়ালিয়া এলাকায়। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে এলাকায় বৃষ্টির জল একটি নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে আসছিলো হান্নান হোসেনের বাড়ির দিকে। অভিযোগ, প্রতিবেশী সোহেল আলমের বাড়ি থেকে দ্রুত বেগে আসা বৃষ্টির জল বারবার হান্নান হোসেনের বাড়িতে ঢুকে পড়ছিল। এতে বিরক্ত হয়ে হান্নানের মা পেয়ারা বেগম জল আটকে দিতে একটি বাঁধ দেন। আর এই বাঁধ দেওয়াকে কেন্দ্র করেই সৃষ্ট হয় সংঘর্ষ।
অভিযোগ অনুযায়ী, বাঁধ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহেল আলম, দিদার হোসেন, ময়নাল মিয়া, মিনা বেগম ও আরিয়ান হোসেন লাঠিসোঁটা নিয়ে পেয়ারা বেগমের উপর চড়াও হন। পেয়ারা বেগমকে বাঁচাতে তার স্বামী তাহেদ মিয়া ও ছেলে হান্নান হোসেন এগিয়ে এলে তাদের উপরেও হামলা চালানো হয়। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের।
পেয়ারা বেগমের অভিযোগ, হামলাকারীরা তার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নেয় এবং তাঁর শরীরের সমস্ত বস্ত্র ছিঁড়ে ফেলে শীলতাহানির চেষ্টা চালায়। ঘটনায় বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন পেয়ারা বেগম। অপরদিকে, হান্নান হোসেনও অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় পৃথক মামলা দায়ের করেছেন।
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

