কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড গোটা অমরপুর মহকুমা

আগরতলা, ১৮ এপ্রিল : কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে গোটা অমরপুর মহকুমা। মহকুমা জুড়ে বিভিন্ন প্রান্তে ঘটেছে অপ্রীতিকর কিছু ঘটনা। চন্ডীবাড়ি সংলগ্ন এলাকায় গাছ পড়ে একটি অটো ভেঙে যায় তবে হতাহতের কোন খবর নেই।

অন্যদিকে মাতামঙ্গল চন্ডী ময়দানে লাগানো চৌলার লাইটের খাম্বা ভেঙ্গে পড়ে এবং অমরপুর নগর পঞ্চায়েতের ৯ নং ওয়ার্ডের রাংকাং দাসপাড়ায় রাস্তায় গাছ পরে চলাচল ব্যাহত। অপরদিকে সমস্ত ঘটনার খবর পেয়ে দ্রুত মহকুমা দুর্যোগ মোকাবিলার সদস্যরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। সাধারণ মানুষের চলাচলা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন অমরপুর মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে দুর্যোগ মোকাবিলার সদস্যরা।