আগরতলা, ১৭ এপ্রিল: বকেয়া রেগা মজুরির দাবিতে আজ সকালে গন্ডাছড়া-আমবাসা সড়কে নিউ ভগীরথ কলোনির মুখে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ শ্রমিকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেগার বকেয়া মজুরি প্রদান করা হচ্ছে না। এদিকে, অবরোধের জেরে ব্যহত হয় গন্ডাছড়া মহকুমা হাট বার। প্রত্যন্ত এলাকা থেকে শাকসবজি নিয়ে আসা জনজাতি পরিবারের লোকজন আটকা পড়েন। আটকে পড়ে সরকারি কর্মচারী, ছাত্র ছাত্রী থেকে শুরু করে যাত্রীরাও। এদিন সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে ওঠে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিউ ভগীরথ কলোনি এলাকায় শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করছে না। তাই বাধ্য হয়ে আজ সকালে রাস্তায় বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পঞ্চায়েতের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীর সাথে কর্থা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।
তবে, অবরোধকারিরা প্রতিশ্রুতি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন।

