অটোতে ছাত্রীর সাথে অসভ্য আচরণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ১৭ এপ্রিল: অটোতে ছাত্রীর সাথে অসভ্য আচরণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে বটতলা ফাঁড়ির পুলিশ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ সকালে অটোতে করে কলেজে যাচ্ছিল এক ছাত্রী। ওই সময় অটোতে ছাত্রীর সাথে অসভ্য আচরণ করেন। ওই অসভ্য আচরণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে পুলিশ সকাল ১০ টা ৪৫ মিনিট শহরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।