আগরতলা, ১৬ এপ্রিল: সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলপুর মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সালেমা। সম্প্রতি মডেল পঞ্চায়েত হিসেবে ঘোষিত হওয়ার পর থেকেই পাল্টে যাচ্ছে এলাকার চিত্র। দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চল এখন কৃষি ভিত্তিক এলাকা থেকে বানিজ্যিক কেন্দ্র হিসেবেও পরিচিতি পাচ্ছে।
২০১৬ সালের আগে পর্যন্ত উন্নয়নের কোনো ছোঁয়া না থাকায় সালেমাবাসীর মধ্যে একধরনের হতাশা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে বিধায়িকা ও প্রশাসনের উদ্যোগে সালেমার চেহারা বদলাতে শুরু করে। বিশেষ করে ২০২৪ সালে সরকার সালেমা পঞ্চায়েতকে “মডেল পঞ্চায়েত” হিসেবে ঘোষণা করার পর উন্নয়নের ধারা আরও গতিশীল হয়েছে।
সালেমা বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত সরকারি পুকুরকে কেন্দ্র করে শুরু হয় সৌন্দর্যায়নের কাজ। পুকুরটি খনন করে চারপাশে ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো হয়, লোহার গ্রীল দিয়ে নিরাপত্তা দেওয়া হয়। পাশাপাশি আলোকসজ্জা ও বসার ব্যবস্থা তৈরি করা হয়। প্রবীণ নাগরিকদের প্রাতঃভ্রমণের জন্য পথ তৈরি করা হয়েছে।
সালেমা পঞ্চায়েত অফিস ও বাজার সংলগ্ন এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। রাস্তা পাকা করা, আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নির্ধারণসহ একাধিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
সালেমা পঞ্চায়েত প্রধান অপু পোদ্দার বলেন, “সুরমা বিধায়িকার উদ্যোগে সালেমা মডেল পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে। বিগত সরকারের আমলে কোনও উন্নয়ন হয়নি। বর্তমানে পরিত্যক্ত পুকুরকে কেন্দ্র করে সৌন্দর্যায়ন, সিসিটিভি, পাকা রাস্তা, আলোকসজ্জা সহ একাধিক কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে সালেমাকে রাজ্যের সেরা পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”
______

