বিপদ বাড়ছে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর, উদয়পুরে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন

আগরতলা, ১৬ এপ্রিল: বিজেপি সরকার সর্বভারতীয় কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একের পর এক গভীর ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হচ্ছে। এর প্রতিবাদে আজ সারাদেশে সিবিআই এবং ইডি অবশেষে সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। এদিন উদয়পুর মহকুমা জেলা ডাকঘরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে।

প্রথমে এদিন গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক মিছিল বের হয়ে মিছিল করে জগন্নাথ দিঘির পূর্ব পারে জেলা ডাকঘর কার্য্যালয়ে সামনে এসে এক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় দলীয় নেতা ও কর্মীরা। শেষে গোমতি জেলা কংগ্রেস কমিটির সভাপতি টিটন পাল সাংবাদিকদের সামনে বলেন, দীর্ঘ ১২ বছর আগে একটি মিথ্যা মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হেনস্তা করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এরই প্রতিবাদে সারাদেশের সঙ্গে উদয়পুর মহকুমায় গোমতী জেলার প্রধান ডাকঘরের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

টিটন পাল বলেন, সারাদেশে আর্থিক সংকট চলছে। আর এই বিরুদ্ধে জাতির কংগ্রেস সারাদেশে বিজেপির বিরুদ্ধে কর্মসূচি আন্দোলন সংঘটিত করার কারণে ১২ বছরের মিথ্যা একটি অভিযোগ এনে কংগ্রেস দল ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে হয়রানি করার বিরুদ্ধে এই কর্মসূচি বলে জানান টিটন পাল।