নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় সরকার ও ইডি-র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামল কংগ্রেস। বুধবার দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। বহু জায়গায় কংগ্রেসের নেতা ও কর্মীদের আটক করেছে পুলিশ। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মঙ্গলবার আদালতে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই প্রথম বার তাঁদের বিরুদ্ধে কোনও মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এরই প্রতিবাদে গর্জে উঠেছে কংগ্রেস।
কংগ্রেস কর্মীরা দিল্লিতে নিজেদের ২৪, আকবর রোড দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের সামনে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের অফিসের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করেছে কংগ্রেস। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের দিল্লিতে তাদের দলীয় কার্যালয়ের বাইরে আটক করেছে পুলিশ। কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, “এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। আমরা আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করব। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করা হয়েছে। বিরোধীদের কণ্ঠস্বর দমন করার জন্য এটি করা হয়েছে।”

