পরপর দুদিন ইডি-র মুখোমুখি, ফের রবার্টকে জেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): হরিয়ানার গুরুগ্রামে একটি জমি চুক্তির সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের তদন্তের সঙ্গে সম্পর্কিত মামলায় মঙ্গলবারের পর বুধবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রবার্ট বঢ়রা। পরপর দুদিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার স্বামী রবার্টকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। দিল্লিতে ইডি-র অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটি রবার্টের কোম্পানির দ্বারা গুরুগ্রামে জমি কেনার সঙ্গে সম্পর্কিত। রবার্ট অভিযোগ করেছেন, এই জিজ্ঞাসাবাদ রাজনৈতিক। ইডি-কে সম্পূর্ণ সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি।