এখন ট্রেনেও মিলবে এটিএম, পরীক্ষামূলক ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.): প্রায়শই ট্রেনে নগদ টাকার সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। অনেক সময় যারা দূরপাল্লার জার্নি করেন তারা সঙ্গে করে নগদ টাকা রাখতে পারেন না। ট্রেনে খাবার, পানীয় এবং অন্যান্য জিনিস কেনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নগদ অর্থই ব্যবহার করতে হয়। যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল এবার এক অনন্য উদ্যোগ নিয়েছে।

এখন ট্রেনেও মিলবে এটিএম, সহজেই তোলা যাবে টাকা। পরীক্ষামূলক ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে বুধবার। সেন্ট্রাল রেলওয়ে ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছে, এটিএম অন হুইলস প্রকল্পের পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় রেলওয়ে মনমাড-সিএসএমটি পঞ্চবতী এক্সপ্রেসে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের প্রথম এটিএম স্থাপন করা হয়েছে। সেই এটিএম থেকে সহজেই তোলা হয়েছে টাকা।