বুইসু উৎসব উপলক্ষে ত্রিপুরী সম্প্রদায়ের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল: বুইসু উৎসব উপলক্ষে ত্রিপুরী সম্প্রদায়ের নাগরিকদের প্রতি শুভেচ্ছা জানিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি শুভেচ্ছা বার্তায় লেখেন, ত্রিপুরী সম্প্রদায়ের সকল প্রিয়জনকে নববর্ষের শুভেচ্ছা। এই উপলক্ষ্যে, রাজ্য জুড়ে আয়োজিত তিন দিনের ঐতিহ্যবাহী ‘বুইসু মেলা’ সম্পর্কে জেনে আনন্দিত। রাজ্যের সাংস্কৃতিক গর্বকে পরিচয় করিয়ে দেওয়া এই উৎসবে সবাইকে শুভেচ্ছা।

তিনদিনের এই উৎসবের প্রতিটি উপাদান যেভাবে আমাদের সংস্কৃতিতে গেঁথে আছে তা বিস্ময়কর। প্রকৃতির আরাধনা ও তার প্রতি কৃতজ্ঞতা, প্রতিবেশী ও পরিবারের সঙ্গে সম্মিলিতভাবে এই উৎসব উদযাপন, সম্প্রদায়ের খাবার, ঐতিহ্যবাহী নাচ-গান এবং প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নববর্ষের সূচনা করার ঐতিহ্য, এই সব ভাব আমাদের সমৃদ্ধ সংস্কৃতির বৈশিষ্ট্য।

আমি আনন্দিত যে এই উৎসবের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন করার সুযোগ পাচ্ছি। এছাড়াও বুইসুর মতো উৎসবগুলিও আমাদের ‘এক ভারত, সেরা ভারত’-এর চেতনাকে শক্তিশালী করে। এই উত্সবগুলি বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্যের প্রতীক, বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্বের প্রচার করে।

তিনি আরও লেখেন,এই উৎসবের বার্তাকে ধারণ করে জাতির অগ্রযাত্রায় অবদান রেখে এগিয়ে যেতে হবে। সম্মিলিত শক্তিতে দৃঢ়প্রতিজ্ঞ জাতি উন্নতির নতুন উচ্চতা স্পর্শ করবে বলে আমার পূর্ণ বিশ্বাস।

এই নববর্ষ ত্রিপুরার সকল মানুষের জন্য সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি। আবারো নববর্ষের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *