আগরতলা, ১৫ এপ্রিল: আজ পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারে প্রথম দিন। আজকের দিন বাঙালির কাছে উৎসব স্বরূপ। এদিন নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল আগরতলা লক্ষী নারায়ণ বাড়িতে হালখাতার ভিড় দেখা যায়। একই সঙ্গে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির জন্য লক্ষ্মী গণেশের পুজো করালেন অনেকেই।
সকাল থেকেই আগরতলা লক্ষী নারায়ণ বাড়ির চত্বরে উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষের। পাশাপাশি ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় খাতা পুজোর জন্যও দর্শনার্থীদের ভিড়। পরিবারের মঙ্গল কামনায় কেউ পুজো দিচ্ছেন, কেউ আবার ব্যবসার উন্নতির জন্য পূজো দিয়ে খাতা ছুঁইয়ে ব্যবসা শুরু করতে চান।
তাছাড়া, পহেলা বৈশাখ উপলক্ষে লক্ষী নারায়ণ মন্দিরের সামনে মেলা শুরু হয়েছে। ব্যবসায়ীরাও তাদের পসরা সাজিয়ে বসেছেন।