আগরতলা, ১৫ এপ্রিল : নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে সস্ত্রীক পূজো দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন তিনি মায়ের কাছে রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুভ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিনে ত্রিপুরাবাসীর অধিষ্ঠাত্রী দেবী মা ত্রিপুরাসুন্দরীর দর্শন ও পূজার্চনা করে সৌভাগ্য হয়। মা’য়ের নিকট সকল রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তিনি।
পাশাপাশি, এদিন তিনি নববর্ষের প্রথম দিনে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিসরে একটি জাম গাছের চারা রোপণ করেন। তিনি বলেন পরিবেশকে সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিহার্য।