(আপডেট) ওয়াকফ-কান্ডের প্রতিবাদে যেতে বাধা, পুলিশ-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে, অবরোধ

কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হল ভাঙড়ও। সংঘর্ষে জড়াল পুলিশ এবং আইএসএফ কর্মীরা। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ে অবরোধও করেন।

সোমবার কলকাতার রামলীলা ময়দানে ওয়াকফ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ছিল। আইএসএফ কর্মীদের দাবি, তাঁরা সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে ভাঙড়, মিনাখাঁ এবং সন্দেশখালির আইএসএফ কর্মী-সমর্থকেরা ছিলেন। কিন্তু বাসন্তী হাইওয়ের উপর বৈরামপুরের কাছে তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ।

ভোজেরহাটেও তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন তাঁরা। এর পরেই সেখানেই পথ অবরোধ করা শুরু করেন আইএসএফ কর্মীরা।

অবরোধের জেরে কলকাতা-দক্ষিণ ২৪ পরগনা সংযোগকারী বাসন্তী হাইওয়েতে যানজট তৈরি হয়। পুলিশের তরফে মাইকে প্রচার করে বিক্ষোভকারীদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় নেয়।

প্রসঙ্গত, আঞ্চলিক বিভাজনে ভাঙড় দক্ষিণ ২৪ পরগনার অন্তর্ভূক্ত হলেও এলাকার শান্তি বজায় রাখার দায়িত্ব কলকাতা পুলিশের। নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। প্রতিবাদ-মিছিল হয়েছে কলকাতায়ও।
____