ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডে আম্বেদকর জয়ন্তী উদযাপন, থানায় মিষ্টি বিতরণ করে নজিরবিহীন সম্মান

আগরতলা, ১৪ এপ্রিল: সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধা ও সম্মানের মধ্য দিয়ে পালিত হলো ডঃ ভিমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী। এই দিনটি উপলক্ষে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (টিপিসিএল)-এর সমস্ত সার্কেল ও বিভাগে বিশেষ অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। তবে এবারের উদযাপনের বিশেষ দিক ছিল – রাজ্যের বিভিন্ন থানায় পুলিশ কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণের অভিনব উদ্যোগ, যা টিএসইসিএল-এর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। টিএসইসিএল-এর তরফে জানানো হয়েছে, সংস্থার প্রতিটি সার্কেল ও বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার থানাগুলোতে গিয়ে পুলিশ সদস্যদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এদিন সকালে ধর্মনগরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু।

ডক্টর ভিমরাও আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্যদান সহ তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিগমের উত্তর সার্কেলের অধীন বিভিন্ন থানায় মিষ্টি বিতরণ করা হয়। আগরতলায় সার্কেল ১ এবং সার্কেল ২ নং এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সার্কেলের ওই এডিশনাল জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার শ্যামল বৈদ্য এবং ইঞ্জিনিয়ার প্রদীপ সূত্রধর। উপস্থিত ছিলেন এই সার্কেলের অধীনস্থ ডেপুটি জেনারেল ম্যানেজারগণও। এরপর পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, মহিলা থানা সহ সার্কেলের অধীনস্থ সমস্ত থানাতেই মিষ্টি বিতরণ করা হয়। নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানান, এটা শুধুমাত্র একটি প্রতীকী কার্যকলাপ নয়, বরং এই মিষ্টি বিতরণের মধ্য দিয়ে পুলিশ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দিতে চেয়েছে নিগম। প্রশাসনিক সহযোগিতা ছাড়া যে কোনও পরিষেবা পৌঁছানো সম্ভব নয় – এই বোধ থেকেই এমন মহতী পদক্ষেপ।

সকালে টিএসইসিএল -এর বিভিন্ন সার্কেল অফিসে ডঃ আম্বেদকরের জীবন, দর্শন ও অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এডিশনাল জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীরা অংশ নেন । বক্তারা বলেন, “ডঃ আম্বেদকরের অবদান শুধুমাত্র একটি সংবিধান প্রণেতার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তিনি এক সামাজিক বিপ্লবের পথপ্রদর্শক ছিলেন। তার দেখানো পথেই আমরা আজো এগিয়ে চলেছি সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সমতার বীজ বপন করতে।”
প্রসঙ্গত, আম্বেদকর জয়ন্তী প্রথম উদযাপন করা হয়েছিল ১৯২৮ সালের ১৪ এপ্রিল, পুনে শহরে, সমাজকর্মী জনার্দন সদাশিব রণপিসের উদ্যোগে। এরপর থেকে এই দিনটি শুধু ভারতের মধ্যেই নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় সমাজও গুরুত্ব সহকারে পালন করে আসছে।
ডঃ আম্বেদকরের জীবনাদর্শের মূল বার্তা ছিল – ‘শিক্ষিত হও, সংগঠিত হও এবং সংগ্রাম করো’। এই আদর্শকে সামনে রেখে টিএসইসিএল এই বছরের উদযাপনকে একটি বৃহৎ সামাজিক বার্তায় রূপান্তর করেছে।

এদিনের কর্মসূচিকে ঘিরে টিএসইসিএল-এর আধিকারিকদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন আরও সামাজিক উদ্যোগ নেওয়া হবে যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করবে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এই উদ্যোগ নিঃসন্দেহে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো – যেখানে একদিকে শ্রদ্ধা ও স্মৃতিচারণ, অন্যদিকে সমাজের রক্ষক ও সেবকদের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ঘটেছে সুন্দর ও মানবিক উপায়ে।