কৃষকদের সুখ-দুঃখে তাঁদের সবচেয়ে বড় সঙ্গী ডাবল ইঞ্জিন সরকার : প্রধানমন্ত্রী

যমুনা নগর, ১৪ এপ্রিল (হি.স.): কৃষকদের সুখ-দুঃখে তাঁদের সবচেয়ে বড় সঙ্গী হল ডাবল ইঞ্জিন সরকার। আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আমাদের প্রচেষ্টা হল হরিয়ানার কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করা। হরিয়ানার বিজেপি সরকার এখন রাজ্যের ২৪টি ফসল ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করে। হরিয়ানার লক্ষ লক্ষ কৃষকও প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। সোমবার হরিয়ানার যমুনা নগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এখন রেওয়ারির মানুষও বাইপাসের উপহার পেয়েছে। এখন রেওয়ারি বাজার, চৌরাস্তা এবং রেলগেটে যানজট থেকে মানুষ মুক্তি পাবে। এই চার লেনের বাইপাসটি যানবাহনগুলিকে খুব সহজেই শহর থেকে বের করে দেবে। দিল্লি থেকে নার্নৌল যাত্রায় এক ঘণ্টা কম সময় লাগবে। আমি আপনাকে এই জন্য অভিনন্দন জানাই।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের কংগ্রেসের দিনগুলিও ভুলে যাওয়া উচিত নয়। ২০১৪ সালের আগে, যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, আমরা সেই দিনগুলিও দেখেছি যখন সারা দেশে ব্ল্যাকআউট এবং বিদ্যুৎ বিভ্রাট হত। কংগ্রেস সরকার যদি ক্ষমতায় থাকত, তাহলে আজও দেশকে একই রকম ব্ল্যাকআউটের মধ্য দিয়ে যেতে হত। না কারখানা চলতে পারত, না ট্রেন চলতে পারত, না ক্ষেতে জল পৌঁছাতে পারত। অর্থাৎ, যদি কংগ্রেস সরকার ক্ষমতায় থাকত, তাহলে এই ধরনের সংকট টিকে থাকত। আমরা প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প শুরু করেছি। আপনাদের ছাদে সোলার প্যানেল স্থাপন করে আপনি আপনার বিদ্যুৎ বিল শূন্যে কমাতে পারেন। শুধু তাই নয়, উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করেও আপনি অর্থ উপার্জন করতে পারবেন।”