খোয়াই, ১৩ এপ্রিল : খোয়াই চেবরি পেক্নিছড়ায় দীর্ঘ প্রায় কুড়ি বছর যাবত নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত প্রায় দুই থেকে আড়াইশো পরিবার। এই এলাকাটি মূলত কৃষি নির্ভর। কৃষি জমির পাশাপাশি এখন বাড়ি ঘরও নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে।
অবশেষে আজ বিকেল তিনটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা জানান, গোটা বিষয়টি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত আধীকারিকদেরকে জানানো হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে টেলিফোনিক সাক্ষাৎকারে খোয়াই ওয়াটার রিসোর্সের আধিকারিক পার্থ প্রতিম রায় জানান, এর আগে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ এলাকার জনপ্রতিনিধি, খোয়াই ব্লকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে গোটা বিষয়টি পরিদর্শন করা হয়। এবং নদী ভাঙ্গন আটকাতে ইস্টিমেট তৈরি হয়ে গেছে বলে জানান। খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে বলে জানা গেছে। কিন্তু নদীভাঙ্গনের ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

