কর্মসংস্থান, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান সহ একাধিক দাবিতে সবর ছাত্র বাম সংগঠন

আগরতলা, ১২ এপ্রিল: কর্মসংস্থান, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান সহ একাধিক দাবিতে সবর হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ ছাত্র সংগঠন। আজ ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভয়নগর ইন্দ্রনগর লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

টিওয়াইএফ-র এক ছাত্র নেতা বলেন, বিজেপি সরকারের আমলে সর্বত্র দূর্নীতির ছেয়ে গেছে। তাছাড়া, ত্রিপুরায় বেকারত্ব জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সরকার সমস্যা সমাধানে কেনো উদ্যোগ গ্রহণ করছে না। তাই এরই বিরুদ্ধে সরব হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। তাই সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে, কর্মসংস্থান, নেশা ও নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।