বিজেপি সংবিধানকে দুর্বল করছে, ফের আক্রমণ অখিলেশের

এটাওয়া, ১২ এপ্রিল (হি.স.): ফের একবার বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বিজেপি সংবিধানকে দুর্বল করছে। শনিবার উত্তর প্রদেশে এটাওয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেছেন, বিজেপি সংবিধানকে দুর্বল করছে। আমরা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের দেখানো পথ অনুসরণ করে ভারতকে আরও শক্তিশালী করার জন্য কাজ করব। বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের দেওয়া সংবিধান আমাদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের পথ দেখায়।”