রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি

গন্ডাছড়া, ১১ এপ্রিল: গন্ডাছড়া মহকুমা এলাকার নিখিল সরকার পাড়ায় অবস্থিত সদানন্দ সেবা আশ্রমে যাওয়ার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল। মাত্র ৪০০ মিটার দীর্ঘ এই রাস্তার মধ্যে দুই বছর আগে মাত্র ২০০ মিটার অংশে ইট সলিং করে সাময়িক সংস্কার করা হলেও, বাকি অংশটি আজও অবহেলিত রয়ে আছে। বর্ষার আগে এই রাস্তা সংস্কারের দাবি জোরালো ভাবে তুলেছেন এলাকার সাধারণ মানুষ।

তাদের দাবি, অবশিষ্ট ২০০ মিটার রাস্তার একাংশে প্রায় দশ মিটার দীর্ঘ একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করে মাটি ভরাট করা না হলে রাস্তা নির্মাণ সম্ভব নয়। এর ফলে রাস্তা তৈরির কাজ থমকে আছে। স্থানীয়রা জানান, এই রাস্তার বেহাল অবস্থার কারণে তাঁদেরকে আশ্রমের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, যা একদিকে যেমন অস্বস্তিকর, অন্যদিকে তা সাধু-সন্ন্যাসীদের নিরিবিলি পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে।

এছাড়াও, এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। সদানন্দ সেবা আশ্রম সংলগ্ন অন্তত পাঁচটি পরিবারকে প্রায় ৩০০ মিটার দূর থেকে জল সংগ্রহ করতে হয়। যদিও সরকার পক্ষ থেকে জল জীবন মিশনের আওতায় ঘরে ঘরে পানীয় জল সরবরাহের দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র তার বিপরীত। এলাকাবাসীর প্রশ্ন—তাহলে এ পরিবারগুলি কেন আজও জলসেবা থেকে বঞ্চিত?

এবিষয়ে আশ্রমের এক ভক্ত জানান, রাস্তা নির্মাণের স্বার্থে আশ্রমের পক্ষ থেকে স্বেচ্ছায় জমি দান করেছেন সন্ন্যাসী শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ। অথচ সেই জমি ব্যবহার করে আজ পর্যন্ত রাস্তা নির্মাণের কোনও পদক্ষেপ প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে না। ভক্তরা জানান, বর্ষাকালে এই রাস্তা দিয়ে নিখিল সরকার পাড়া, এম আর দাস পাড়া প্রভৃতি এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন।
উল্লেখ্য শ্রী মহন্ত দিব্যানন্দ গিরিজি মহারাজ একজন তান্ত্রিক চিকিৎসা বিশেষজ্ঞ। সাপে কামড় বা ভূতের উপদ্রবের মতো সমস্যায় বহু মানুষ তাঁর আশ্রমে এসে সহায়তা পান। ফলে আশ্রমে দ্রুত পৌঁছানো অনেকের কাছে জরুরি হয়ে ওঠে। এমন এক গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের রাস্তা যদি বেহাল থাকে, তাহলে সাধারণ মানুষের বিপদ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা।

তাই এলাকাবাসীর দাবি—বর্ষা আসার আগেই অবিলম্বে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির পূর্ণ সংস্কার করতে হবে এবং সংশ্লিষ্ট পরিবারগুলিকে পানীয় জল সুবিধার আওতায় আনতে হবে। এখন প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপই একমাত্র সমাধান।