বারাণসী, ১১ এপ্রিল (হি.স.): ভারত এখন উন্নয়ন ও ঐতিহ্যকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উত্তর প্রদেশের বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “এখন ভারত উন্নয়ন ও ঐতিহ্য উভয়কেই একসঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। আমাদের কাশী সেরা মডেল হয়ে উঠছে। এখানে গঙ্গার প্রবাহ এবং ভারতের চেতনার প্রবাহও রয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতের আত্মা নিজস্ব বৈচিত্র্যের মধ্যে নিহিত এবং কাশী হল এর সবচেয়ে সুন্দর চিত্র। কাশীর প্রতিটি এলাকায় এক ভিন্ন সংস্কৃতি দেখা যায়, প্রতিটি রাস্তায় ভারতের এক ভিন্ন রঙ দেখা যায়। আমি আনন্দিত যে কাশী-তামিল সঙ্গমের মতো অনুষ্ঠানের মাধ্যমে ঐক্যের এই বন্ধন ক্রমাগত আরও দৃঢ় হচ্ছে।”

