আগরতলা, ১১ এপ্রিল: ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা। আজ বিকেল ৪টা ২২ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্পে রিখটার স্কেলে তার তীব্রতা ৪.০ রেকর্ড করা হয়েছে। তবে, ভূমিকম্প অনুভূত হলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।
বিমানবন্দর স্থিত আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশে ২৪.০৫ অক্ষাংশ এবং ৯১.৩৭ দ্রাঘিমাংশে ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল। বাংলাদেশে ওই ভূমিকম্পে রামগঞ্জ উপজেলা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভব হয়েছে। তাছাড়াও, ত্রিপুরা সহ মিজোরাম ও মেঘালয়ের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে, সেখানেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনো মিলেনি।
প্রসঙ্গত, ত্রিপুরা ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে পরিচিতি রয়েছে। ভূ-কম্পন হলেই মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন।

