সিপিএমের অফিসে নাশকতার আগুন

আগরতলা, ১১ এপ্রিল: গতকাল গভীর রাতে সাব্রুমের সোনাই অঞ্চলে সিপিএমের পার্টি অফিসে হামলা চালিয়েছে দুষ্কৃতিরা। পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। সিপিএম কর্মীদের অভিযোগে বিজেপির দুষ্কৃতিরা হামলা চালায়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে সিপিআইএম সোনাই অঞ্চল অফিসে আগুন লাগিয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। সাথে সাথে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে খবর দিয়েছেন মনুবাজার দমকলবাহিনীকে। দমকলকর্মীরা খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এদিকে, আজ সকালে খবর পেয়ে অফিস পরিদর্শনে যান মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য দীপক দে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই ঘটনায় দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।