আগরতলা, ১১ এপ্রিল : ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে চিঠি দিলেন ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল। আজ এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এবং মুখ্য সচিবের সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে এক চিঠি প্রদান করেছেন।
প্রতিনিধি দলে উপস্থিত চাকুরিচ্যুত শিক্ষক কমল দেব বলেন, গত পাঁচ বছর চাকরি হারা তারা। বর্তমান সরকার তাদেরকে শিক্ষক বা অন্য কোন দপ্তরে নিয়োগ করছে না। পশ্চিমবাংলায় ২৬ হাজার শিক্ষককে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই রাজ্যেও ১০৩২৩ শিক্ষককে সরকারে আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পুনরায় নিয়োগ করা হবে। কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি পূরণ করা হলো না, এইসব সার্বিক বিষয়ে আলোচনার জন্য পুনরায় মহাকরণে মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের চিঠি প্রেরণ করলেন ১০৩২৩ শিক্ষকরা। তাদের দাবি অবিলম্বে তাদের সঙ্গে দেখা করে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রতিশ্রুতি পূরণ করুক সরকার।

