রাজস্থান, গুজরাটে তাপপ্রবাহের সতর্কতা, উত্তর-পূর্বের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): আবহাওয়া দফতর রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাটে বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে বলেও জানানো হয়েছে।

এদিকে, উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলেও একইরকম আবহাওয়া থাকবে। উত্তরাখন্ড, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।