মধ্যপ্রদেশে কলাগোপাল ভবনে আগুন, আহত দুজন দমকল কর্মী

ভোপাল, ১০ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের চাওরি বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে কলাগোপাল ভবন থেকে আগুন ও কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনকগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় দুজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

জনকগঞ্জ থানার ইনচার্জ বলেন, চাওরি বাজারে কলাগোপাল ভবনে আগুন লেগেছে। পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় এবং দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। এটি একটি চারতলা ভবন এবং আগুনের সূত্রপাত হয় নিচতলা থেকে। ভবনে সাতটি ফ্ল্যাট ছিল, যেখানে গ্যাস সিলিন্ডার ছিল। শেষ সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দমকলকর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।