সিপিআইএম’র বিক্ষোভ মিছিল ধর্মনগরে

আগরতলা, ১০ এপ্রিল : রান্নার গ্যাস ও জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি রোধ সহ ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সিপিআই (এম) ধর্মনগর মহকুমা কমিটির বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

এদিনের মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে গোটা ধর্মনগর শহর কাঁপিয়ে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। এদিনের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই (এম) নেতা রতন রায় বলেন, সংখ্যালঘু শুধু মুসলিম নয়।খ্রিস্টান বুদ্ধিস্ট ও মহিলা সকলকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে। তাই ওয়াকফ বিল বাতিলের দাবি জানাচ্ছে সিপিআই (এম) দল।তাছাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি। এই সরকারের আমলে ৭৪৮ টি জীবন দায়ী ঔষধ যা প্রতিদিন প্রবীণ মানুষের প্রয়োজন,সেই ওষুধের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এদিন তিনি আরও বলেন, ১ এপ্রিল থেকে মানুষের রান্না ঘরের গ্যাস সিলিন্ডারে পঞ্চাশ টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছে।তাই বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি,রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংশোধনী বিল প্রত্যাহারের দাবি যতদিন কেন্দ্র সরকার পূরণ না করবে ততদিন বামপন্থীরা রাস্তায় প্রতিবাদে থাকবে।এদিকে এদিনের বিক্ষোভ মিছিলে সিপিআই ( এম) নেতা রতন রায় ছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজ নগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ,নারী নেত্রী সাথী ভট্টাচার্য সহ অন্যান্যরা।