কলকাতা, ১০ এপ্রিল (হি.স.): কসবায় প্রতিবাদী শিক্ষকদের ওপর পুলিশের লাঠির প্রবল প্রতিবাদে বুধবার সামাজিক মাধ্যমের দেওয়াল ভরে গিয়েছিল। নবান্নে সাংবাদিক সম্মেলন ডাকতে হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং কলকাতার পুলিশ কমিশনারকে। প্রবল নিন্দার বিরুদ্ধে অজুহাত দেখাতে কলকাতার পুলিশ ব্যাখ্যা দিয়েছিল। তার অন্যথা হল না বৃহস্পতিবারও। কলকাতা পুলিশের ওপর জনরোষের জেরে এদিনও কৈফিয়ৎ দিতে তাদের বেছে নিতে হলো সামাজিক মাধ্যম।
এদিন কলকাতা পুলিশ ফেসবুক পেজে স্থিরচিত্র এবং ভিডিয়ো-সহ দাবি করেছে, “কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে, কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিওগুলি নাকি গতকালের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে: শুধুমাত্র উপস্থাপনার স্বার্থে একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি করা হয়েছে।
নিচে পৃথক ক্লিপগুলি দেওয়া হল, যার মধ্যে একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে “পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও” বলতে শোনা যাচ্ছে।
এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।”

