জাত তুলে’ আক্রমণ, মন্ত্রী রতন লাল নাথের শাস্তির দাবিতে যুবদের বিক্ষোভ

আগরতলা, ৯ এপ্রিল: বিরোধী দলনেতাকে জাত নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শহরে ধিক্কার মিছিলে সামিল হয়েছে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। কমিটির তারফ থেকে রতন লাল নাথের শাস্তির দাবি জানিয়েছে। পরবর্তী সময়ে জমায়েত হয়ে মন্ত্রী রতন লাল নাথের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির এক নেতা বলেন, গত ২৪ মার্চ পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীকে ব্যাক্তিগত আক্রমন করতে গিয়ে জাত নিয়ে আক্রমণ করেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। তারই এই মন্তব্যের ধিক্কার জানিয়ে আজ শহরে মিছিল বের করা হয়েছে। পাশাপাশি মন্ত্রীর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বাম যুব সংগঠন।