ওয়াকফ বিলের বিরোধীরা সংখ্যালঘু মুসলমানদদের প্রধান শত্রু : সাংসদ বিপ্লব

আগরতলা, ৮ এপ্রিল: ওয়াকফ বিলের বিরোধীরা সংখ্যালঘু মুসলমানদদের প্রধান শত্রু। বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সোনামুড়া টাউনহলে কার্যকর্তা সম্মেলনে এমনটাই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, যাঁরা ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা করছেন তাঁরাই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদদের প্রধান শত্রু। ২০১৪ সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তিন তালাক থেকে শুরু করে বর্তমানে ওয়াকফ বিল সংশোধনী করেছেন।

তাঁর কথায়, তিন তালাক প্রথার কারণে অনেক মুসলিম সম্প্রদায়ের মেয়েদের ভবিষ্যত নষ্ট হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কংগ্রেস সরকার এই তিন তালাক প্রথা বাতিল করে নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের কথা চিন্তা না করে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের কথা মাথায় রেখে তিন তালাক প্রথা বাতিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *