আগরতলা, ৮ এপ্রিল: দীর্ঘদিন ধরে পানীয় জল, বেহাল রাস্তা এবং বিদ্যুত পরিষেবার কষ্টে ভুগছে এলাকাবাসী। আজ বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা, রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে আগরতলা- সাব্রুমের ৮ নং জাতীয় সড়কের সাব্রুম জলেফাতে সড়ক অবরোধে বসেন স্থানীয়রা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাব্রুম মহকুমায় দীর্ঘদিন যাবত পানীয় জল সহ রাস্তা ও বিদ্যুতের সংকটে ভুগছেন পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার বাসিন্দারা। এ বিষয়ে একাধিকবার পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের নিকট জানিয়েও কোন প্রতিকার না পান নি তাঁরা। অবশেষে আজ এলাকার বাসিন্দারা সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধে বসেন। তাঁদের দাবি, অতিসত্বর পানীয় জলের পরিষেবা প্রদান করা হোক।
এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং দ্রুততার সহিত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।