গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরে মিছিল সিপিআইএমের

আগরতলা, ৮ এপ্রিল: কেন্দ্রীয় জনবিরোধী সরকার একলাফে রান্নার গ্যাসের প্রতি ৫০ টাকা বৃদ্ধি করার প্রতিবাদে শহরে মিছিল করে সিপিআই(এম) সদর মহকুমা কমিটি। এদিনের মিছিলটি সদর মহকুমা অফিস থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি কমিটির এক নেতা বলেন, একের পর এক জনবিরোধীর সিন্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। ইতিমধ্যেই সংশোধনী ওয়াকফ বিল কার্যকরী করেছে। তাতে মুসলিম সম্প্রদায়ের অধিকার খর্ব করা হবে। আজ আচমকাই একলাফে রান্নার গ্যাসের প্রতি ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তাছাড়া, সমাজের সমস্ত অংশের জনগণের প্যাকেটে এর প্রভাব পরবে।