বিহারকে ধ্বংসের জন্য কংগ্রেসও দায়ী, তা রাহুলের জানা উচিত : শাহনওয়াজ হুসেন

পাটনা, ৬ এপ্রিল (হি.স.): বিহারে রাহুল গান্ধীর পদযাত্রাকে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন। রাহুল গান্ধীকে কটাক্ষ করে শাহনওয়াজ হুসেন বলেছেন, “বিহারকে ধ্বংসের জন্য কংগ্রেসও দায়ী, তা রাহুলের জানা উচিত।”

শাহনওয়াজ হুসেন বলেছেন, “রাহুল গান্ধী বেগুসরাইয়ের পদযাত্রায় যোগ দিয়েছেন এবং সাদা টি-শার্ট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তার জানা উচিত যে বিহারকে ধ্বংস করার জন্য কংগ্রেসও দায়ী। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন তারা কেবল দাঙ্গা উস্কে দিয়েছিল… দিল্লিতে কংগ্রেস শূন্য পেয়েছে এবং বিহারেও তারা শূন্য পাবে। রাহুল গান্ধী আরজেডির উপর চাপ সৃষ্টি করতে বিহারে গেছেন।”