পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিল এলাকাবাসী

কমলপুর, ৭ এপ্রিল: জলের মেশিন আছে, কিন্তু জল নেই। দীর্ঘ বছর ধরে জলের সংকট নিরসনের জন্য কমলপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান ডিভিশনে ডেপুটেশন দেন মহকুমার শ্যামরাইছড়া এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ার জনজাতিরা।

কমলপুর দুর্গা চৌমুহনী ব্লকের অধীন শ্যামরাইছড়া এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায় দীর্ঘ এক বছর ধরে জনজাতি পরিবার গুলি জলের হাহাকারে দিন অতিবাহিত করছে। জলের চাহিদা মেটানো হয় দীর্ঘ উঁচু নিচু টিলা ভূমি পথ অতিক্রম করে শ্রীরামপুর এডিসি ভিলেজ থেকে। পানীয় জলের দাবী অনুযায়ী ওই এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে মেশিন বসানো হয়। মেশিন চালানোর জন্য ব্লক থেকে অপারেট নিয়োগ করা হয়। প্রথমাবস্থায় জল পেতো। গত এক বছর ধরে পাড়ার জনজাতিরা জল পায় না বলে জানান এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ার জনজাতিরা। মেশিন বিকল হলে অপারেটর আসে না। আবার কোন কোন সময় মেশিন সারাই করা হলে অপারেটরের দেখা পাওয়া যায় না। এইভাবে গত এক বছর ধরে জল নেই উল্লেখিত এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায়।

জল প্রদানের এই দাবী গুলি নিয়ে শ্যামরাইছড়া এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ার জনজাতি মহিলা, পুরুষরা এক সাথে মিলিত হয়ে সোমবার কমলপুর পানীয় জল ও স্বাস্থ্য বিধান ডিভিশনে এসে সিনিয়র ইঞ্জিনিয়ার রতন দাসের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করেন। এডিসি ভিলেজের শ্রীমঙ্গল পাড়ায় জনজাতি মহিলা পুরুষরা জানান, গত এক বছর ধরে গ্রামে জল নেই। বহু দূর শ্রীরামপুর এডিসি ভিলেজে গিয়ে জল বহন করে আনতে হয়। জলের জন্য হাহাকার চলছে। অবিলম্বে এলাকায় জল সংযোগ প্রদান করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।