আগরতলা, ৬ এপ্রিল :
আজ চৈত্র মাসের মহানবমী। প্রথা অনুসারে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে মহা নবমীতেও অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজা। আশ্বিন মাসে দুর্গাপূজার জাঁকজমক থাকলেও, চৈত্র মাসের এই পূজা পরিচিত বাসন্তী পূজা নামে। মূলত প্রাচীন কালের রীতি মেনে এই চৈত্র মাসেই দুর্গাপূজার সূচনা হয়েছিল বলে মনে করেন অনেক পণ্ডিত।
রাজধানীর দুর্গাবাড়িতে প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এই বাসন্তী পূজা। নবমীর দিনে ভোর থেকেই পূজার্চনা শুরু হয় এবং দিনভর চলে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। এদিন মহা অষ্টমী তিথিতেও মণ্ডপে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। ভক্তদের প্রণাম, অঞ্জলি প্রদান এবং পূজার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণে মন্দির চত্বর ছিল মুখর।
দুর্গাবাড়ির প্রধান পুরোহিত জানান, প্রথা মেনেই দুর্গাবাড়িতে নবমীতে বাসন্তী পূজার সমস্ত আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভক্তদের মধ্যে ছিল ভক্তি ও উৎসবের এক অপূর্ব মেলবন্ধন।
পূজা উপলক্ষে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় ছিল নিরাপত্তা ব্যবস্থা এবং যথাযথ পরিকাঠামোর ব্যবস্থাও। বাসন্তী পূজার মাধ্যমে চৈত্র মাসে নবচেতনার বার্তা নিয়ে মহাশক্তির আরাধনায় মগ্ন থাকলো আগরতলার ভক্তসমাজ।