নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল:
পুলিশি অভিযানে গ্রেফতার করা হলো কুখ্যাত কট্টর জঙ্গি
অনিদা রিয়াং-কে। জঙ্গি গোষ্ঠীর মূল নেতা সে।
ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট – র সশস্ত্র ক্যাডারদের অনুপ্রবেশ সম্পর্কিত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, উত্তর ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডারলং (টিপিএস) এবং এসডিপিও কাঞ্চনপুর আশীষ কুমার ঠাকুর (আইপিএস) এর নেতৃত্বে একটি পুলিশ দল আনন্দবাজার থানা এলাকায় একটি বিশেষ অভিযান শুরু করে। যার নেতৃত্বে ছিলেন ওসি, আনন্দবাজার থানা এবং অন্যান্য পুলিশ কর্মীরা।
রাত প্রায় ১১.১৫ মিনিটে, সেতুদ্বার পাড়ায় পৌঁছানোর পর, ঝুম কুঁড়েঘরে লুকিয়ে থাকা দুষ্কৃতিরা পুলিশ দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ায়, পুলিশ পাল্টা গুলি চালায়। যার ফলে টিইউএনএফ নেতা অনিদা রিয়াংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি কারখানায় তৈরি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং চাঁদাবাজির নোটিশ উদ্ধার করা হয়।
অনিদা রিয়াং কে গ্রেপ্তার করা হয়েছে এবং আনন্দ বাজার থানায় অবৈধ অস্ত্র রাখা, চাঁদাবাজি এবং পুলিশ কর্মীদের হত্যার চেষ্টার অভিযোগে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। এই দলের বাকি দুষ্কৃতীদের আস্তানা খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখার এবং এই অঞ্চলে অপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।