নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল:
আজ রামনবমী। আর এই দিনে আগরতলা আমতলী থানার অন্তর্গত বৈষ্ণব টিলায় অবস্থিত শ্রী শ্রী সাই বাবা মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন উনার সঙ্গে থেকে একই সঙ্গে রামনবমীর পুজো করলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।
হিন্দুদের বারো মাসে ১৩ পার্বণ। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাসন্তী পূজো। দূর্গা পূজার মতই ষষ্ঠী থেকে দশমী অর্থাৎ পাঁচ দিন বাসন্তী পূজা করা হয়। এর মধ্যে সনাতনীরা বছরে চারবার নবরাত্রি উৎসব পালন করে থাকেন। চৈত্র ও শারদীয়া নবরাত্রি এবং দুটি গুপ্ত নবরাত্রি। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয় । এই সময়ে মা দুর্গার নয়টি রূপকে আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়। গোটা বিশ্বে এই দিনটি পালন করা হয় নবরাত্রি হিসেবে। হিন্দু বাঙ্গালীদের কাছে এই পুজোই বাসন্তী দুর্গা পুজো নামে পরিচিত। বসন্তকালে এই পুজো হয় বলে, এই দুর্গাপুজো বাসন্তী নামে পরিচিত।
তাই এই বিশেষ দিনে রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় কে সঙ্গে নিয়ে আগরতলা আমতলী থানার অন্তর্গত বৈষ্ণব টিলায় অবস্থিত শ্রী শ্রী সাই বাবা মন্দিরে গিয়ে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন তিনি পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন রাজনীতি করলেও প্রথমে আমরা মানুষ। তাই মানবদরদী হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী সেই নির্দেশিকা অনুযায়ী পিছিয়ে পড়া মানুষের কাজ করছে বর্তমান সরকার। পাশাপাশি এদিন তিনি রাজ্যবাসীকে বাসন্তী পূজো ও রামনবমীর শুভেচ্ছা জানান।