কলম্বো ও নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালকের সংযোজন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মিত্র বিভূষণ পুরস্কারে সম্মানিত করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক। এই সম্মান ১৪০ কোটি ভারতীয়বাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “রাষ্ট্রপতি দিশানায়েকের থেকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ সম্মানে ভূষিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মান আমার একার নয় – এটি ভারতের ১৪০ কোটি জনগণের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটি ভারত ও শ্রীলঙ্কার জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের প্রতীক। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি, সরকার এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

