সিপাহীজলা জেলাভিত্তিক এক দিবসীয় মৎস্য চাষী সচেতনতা মূলক কর্মসূচি

আগরতলা, ৫ এপ্রিল : রাজ্যের তথা সমগ্র দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রকৃত অর্থে স্বাবলম্বী করা তথা স্বনির্ভর করার লক্ষ্যে সারা ভারত বর্ষ ব্যাপি কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলাভিত্তিক এক দিবসীয় মৎস্য চাষী সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চড়িলাম লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে জেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে এক দিবসীয় সচেতনতা মূলক কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত একদিনের কর্মশালায় জেলার মোট তিনটি মহকুমা থেকে মৎস্য চাষিরা বা মৎস্য চাষের সাথে যুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন ।কর্মশালা শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের হাতে সাহায্য স্বরূপ অর্থ রাশি এবং মৎস্য চাষে সহযোগিতার জন্য বিভিন্ন সামগ্রিক এমনকি গাড়ির চাবিও তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পাশাপাশি জাতীয় মৎস্য উন্নয়ন প্লাটফর্ম অর্থাৎ এন এফ ডি পি অনলাইন পোর্টালে দেশের সমগ্র মৎস্য চাষীদের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মৎস্যচাষীদেরও সংযুক্ত করা এবং মৎস্য চাষে উৎসাহিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *