মুম্বই, ৫ এপ্রিল (হি.স.): পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন প্রবীণ অভিনেতা মনোজ কুমার। চোখের জলে মনোজ কুমারকে বিদায় জানালেন তাঁর অনুরাগীরা। শেষযাত্রায় উপস্থিত ছিলেন অভিনেতা বিন্দু দারা সিং, তিনি বলেছেন, “মনোজ কুমার হলেন ভারতের গর্ব, সম্মান এবং গৌরব – তিনিই ছিলেন সবকিছু। সবাই তা জানে।” শেষযাত্রায় উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অনু মালিকও। মুম্বইয়ের পবন হংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। পুন্য রাষ্ট্রীয় মর্যাদায় মনোজ কুমারকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার প্রয়াত হয়েছেন শুক্রবার। ৮৭ বছরের অভিনেতা মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। সিরোসিস অফ লিভার ছিল তাঁর, যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল। ২১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই হৃদ্রোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩৭ সালে মনোজের জন্ম পঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও ছবির জগতে সে যুগের ধারা মেনে তিনি নিজেকে মনোজ কুমার বলে পরিচয় দিতেন। ১৯৫৭ সালে বলিউডে তাঁর পদার্পণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক ছবিতে ছবিতে কাজ করে তিনি পেয়েছেন জনপ্রিয়তা।

