আজ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আগরতলা-সাব্রুম রুটে ২টি ট্রেন বাতিল করা

আগরতলা, ৫ এপ্রিল: আজ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আগরতলা – সাব্রুম রুটে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৩ এপ্রিল।থেকে পুনরায় ট্রেন পরিষেবা চালু হবে।

আজ থেকে ১২ এপ্রিল পর্যন্ত আগরতলা – সাব্রুমগামী ট্রেন নম্বর ৭৫৬৮৮ দুপুর ১ টা ৪০ মিনিট এবং ট্রেন নম্বর ৭৫৬৮৭ সাব্রুম – আগরতলা ডেমো স্পেশাল বিকেল ৪ টা ২০ মিনিট বাতিল করা হয়েছে। ১৩ এপ্রিল থেকে আবার চালু হবে।