কানপুর, ৪ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরের বড়দেবীর মন্দিরে নবরাত্রিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। বিশ্বাস, এখানে সৎ মনে পুজো করে ও চুনরি বাঁধলে মা মনোকামনা পূর্ণ করেন।
মন্দিরের পুরোহিত জানিয়েছেন, ১২ বোনের এক পৌরাণিক কাহিনি থেকে এই মন্দির ও এলাকার নামকরণ হয়েছে। প্রতি বছর নবরাত্রিতে এখানে মেলা বসে, যেখানে কানপুরসহ আশপাশের জেলা থেকেও বহু ভক্ত আসেন।

